করোনাভাইরাস: মৃতের সংখ্যা ২১১৮, চীনের দাবি আক্রান্তের সংখ্যা কমছে
২৩ জানুয়ারির পর গত ২৪ ঘণ্টায় সবচেয়ে কম সংখ্যাক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে চীনের স্বাস্থ্য কমিশন বলেছে। বুধবার মধ্যরাত পর্যন্ত চীনে ৩৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১১৪ জন।
আজ বৃহস্পতিবার সাউথ চায়না মর্নিং পোস্ট ও সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
চীনের স্বাস্থ্য কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত চীনে ২ হাজার ১১৮ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৫৭৬ জন। গতকাল বুধবার পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৭৭৯ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৬ হাজার ১৫৫ জন।
ডায়মন্ড প্রিন্সেসের ২ যাত্রীর মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ জাহাজের দুই যাত্রী মারা গেছেন। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য উল্লেখ করা হয়েছে সিএনএনের প্রতিবেদনে।
তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। ওই জাহাজে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৬২৪ জনকে শনাক্ত করা হয়েছে।
বিশ্বব্যাপী করোনার চিত্র
চীনের বাইরে অনেক দেশেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এসব দেশের মধ্যে জাপানে ৭০৫ জন, সিঙ্গাপুরে ৮৪ জন, দক্ষিণ কোরিয়ায় ৮২ জন, হংকংয়ে ৬৫ জন, থাইল্যান্ডে ৩৫ জন, তাইওয়ানে ৩৫ জন, মালয়েশিয়ায় ২২ জন, জার্মানিতে ১৬ জন, ভিয়েতনামে ১৬ জন, অস্ট্রেলিয়ায় ১৫ জন, যুক্তরাষ্ট্রে ১৫ জন, ফ্রান্সে ১২ জন, ম্যাকাওতে ১০ জন, সংযুক্ত আরব আমিরাতে ৯ জন, ইংল্যান্ডে ৯ জন, কানাডায় ৮ জন, ফিলিপাইনে ৩ জন, ভারতে ৩ জন, ইতালিতে ৩ জন, ইরানে ২ জন, রাশিয়ায় ২ জন, স্পেনে ২ জন, বেলজিয়ামে ২ জন, কম্বোডিয়ায় ১ জন, মিশরে ১ জন, ফিনল্যান্ডে ১ জন, নেপালে ১ জন, শ্রীলঙ্কায় ১ জন এবং সুইডেনে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে দেশগুলো নিশ্চিত করেছে।
Comments