পাকিস্তানকে হারিয়ে প্রস্তুতি সারলেন সালমা-জাহানারারা
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু হচ্ছে আগামীকাল সোমবার। এর আগে দারুণ আত্মবিশ্বাসের যোগান পেয়েছে বাংলাদেশের মেয়েরা। শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে তারা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫ রানে জিতে প্রস্তুতি সেরেছে সালমা খাতুনের দল। এর আগে থাইল্যান্ডের বিপক্ষে মেয়েদের প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশের জয়ে দারুণ ভূমিকা রাখেন ওপেনার মুর্শিদা খাতুন। তাকে ভালো সঙ্গ দেন ফারজানা হক। তা সত্ত্বেও ২০ ওভারে টাইগ্রেসদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১১১ রান। জবাবে জাহানারা আলম ও খাদিজা তুল কুবরার আঁটসাঁট বোলিংয়ে ১৯.৪ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৭ রানে ২ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় দলটি। তৃতীয় উইকেটে নিগার সুলতানাকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন মুর্শিদা। তবে তারা দুজন স্কোরবোর্ডে ২৪ রান যোগ করতেই সাজঘরে ফিরে যান নিগার। এরপর চতুর্থ উইকেটে ফারজানাকে সঙ্গে নিয়ে ৫২ রানের দারুণ জুটি গড়ে ইনিংস মেরামত করেন মুর্শিদা।
এই জুটি ভেঙে দারুণভাবে ম্যাচে ফেরে পাকিস্তান। ২৬ রানের ব্যবধানে ৫ উইকেট তুলে নেয় তারা। বাংলাদেশের পক্ষে ৩৮ বলে ৬ চারের সাহায্যে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন মুর্শিদা। ফারজানার ব্যাট থেকে আসে ৩১ বলে ২১ রান। পাকিস্তানের পক্ষে ১২ রানে ২ উইকেট নেন আইমান আনোয়ার।
১১২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করে বাংলাদেশের মেয়েরা। ১১ রানেই উদ্বোধনী জুটি ভাঙে তারা। এরপর নিয়মিত বিরতিতে তুলে নিতে থাকে উইকেট। চতুর্থ উইকেটে নিদা দারের সঙ্গে ওপেনার জাভেরিয়া খানের ২৭ রানের জুটিটিই ছিল পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ। জাহানারা-খাদিজারা মিলে ২ বল বাকি থাকতেই পাকিস্তানকে অলআউট করে ফেলেন।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন জাভেরিয়া। ৩৪ বলে ৫ চারে রান করেন তিনি। এছাড়া আলিয়া রিয়াজ ১৮ ও নিদা ১৪ রান করেন। ২২ রানের খরচায় ৪ উইকেট নেন বাংলাদেশের সেরা বোলার জাহানারা। শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১০ রান। ৪ বলের মধ্যে ২ উইকেট তুলে তাদের ইনিংস গুটিয়ে দেন জাহানারা। এছাড়া খাদিজা ৩ ও অধিনায়ক সালমা ২ উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ নারী ক্রিকেট দল: ২০ ওভারে ১১১/৮ (শামিমা ৩, মুর্শিদা ৪৩, সানজিদা ০, নিগার ১৩, ফারজানা ২১, আয়েশা ২, রুমানা ৬, রিতু ১৪*, শোভানা ০, ফাহিমা ১*; আইমান ২/১২, আলিয়া ১/৯, সাদিয়া ১/১০, আনাম ১/১২)।
পাকিস্তান নারী ক্রিকেট দল: ১৯.৪ ওভারে ১০৬ (জাভেরিয়া ৪১, আয়েশা ১, বিসমাহ ২, উমাইমা ৪, নিদা ১৪, ইরাম ৫, আলিয়া ১৮, সিদরা ০, আইমান ৩, ফাতিমা ৯*, ডায়না ২; জাহানারা ৪/২২, কুবরা ৩/১১, সালমা ২/২৮, পান্না ১/১০)।
ফল: বাংলাদেশ নারী ক্রিকেট দল ৫ রানে জয়ী।
Comments