‘জননিবন্ধন ব্যবস্থা অমানবিক, সবার নাগরিকত্ব অধিকার ক্ষুণ্ণ করবে’

আমার বৈধ জন্মসনদ নেই, মা-বাবার তো জন্মসনদই ছিল না: অমর্ত্য সেন

ভারতে নাগরিকপঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের পর নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে জাতীয় জননিবন্ধন ব্যবস্থা এনপিআর। এ নিয়ে কথা বলেছেন, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি এনপিআরকে অমানবিক হিসেবে উল্লেখ করেছেন।
Amartya Sen
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ছবি: সংগৃহীত

ভারতে নাগরিকপঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের পর নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে জাতীয় জননিবন্ধন ব্যবস্থা এনপিআর। এ নিয়ে কথা বলেছেন, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি এনপিআরকে অমানবিক হিসেবে উল্লেখ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে — অমর্ত্য সেন মনে করেন, এনপিআর সবার নাগরিকত্বের অধিকার ক্ষুণ্ণ করবে।

অমর্ত্য বলেন, “আমি মনে করি, এনপিআর একটি বিভ্রান্তিকর ধারণা। ভারতের সংবিধানে যে গণতন্ত্রের কথা বলা হয়েছে তার সঙ্গে এটি যায় না। সংবিধানে কোনো সম্প্রদায়ের মধ্যে বৈষম্য না করার কথা বলা হয়েছে।”

“এনপিআর বৈষম্যমূলক, অসাংবিধানিক ও অমানবিক,” যোগ করেন এই প্রখ্যাত অর্থনীতিবিদ।

গতকাল বুধবার কলকাতায় এশিয়াটিক সোসাইটির বিদ্যাসাগর সভাঘরে পশ্চিমবঙ্গের আদিবাসীদের নিয়ে প্রতীচী ইনস্টিটিউট ও এশিয়াটিক সোসাইটির যৌথ রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে অমর্ত্য সেন এই মন্তব্য করেন।

এনপিআর ভারতের আদিবাসীদের নাগরিকত্ব অধিকার ক্ষুণ্ণ করবে কী না এমন প্রশ্নের জবাবে অমর্ত্য সেন বলেন, “এটি সবারই নাগরিকত্ব অধিকার ক্ষুণ্ণ করবে। আদিবাসী ও অ-আদিবাসী সবারই অধিকার ক্ষুণ্ণ করবে। এমনকি, আমার বৈধ জন্মসনদ নেই। আমার মা-বাবার তো জন্মসনদই ছিল না।”

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

Now