ধামরাইয়ে ইউনিয়ন যুবদলের সভাপতি গ্রেপ্তার
ঢাকার ধামরাই উপজেলা থেকে বালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি বিপ্লব সরকারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিপ্লব সরকার উপজেলার বাস্তা এলাকার মৃত তুলা সরকারের ছেলে। কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাসেল মোল্লা বলেন, “নাশকতার অভিযোগে ২০১৮ সালে বিপ্লব সরকারের বিরুদ্ধে মামলা হয়েছিল। মামলার পর থেকে তিনি পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
Comments