ট্রাম্পের ভারত সফর: দূষিত যমুনার দুর্গন্ধ কমাতে ছাড়া হলো স্বচ্ছ পানি

ছবি: রয়টার্স

ট্রাম্পের ভারত সফর উপলক্ষে প্রাচীর তুলে বস্তি আড়াল করার পর এবার দূষিত যমুনা নদীর দুর্গন্ধ কমাতে ছাড়া হলো ৫০০ কিউসেক স্বচ্ছ পানি।

দিল্লি ও তার আশেপাশের রাজ্য দিয়ে বয়ে যাওয়া যমুনা বিশ্বের অন্যতম দূষিত নদী৷ আগ্রায় যমুনার তীরে অবস্থিত আকর্ষণীয় স্থাপনা তাজমহল। দূষিত যমুনার দুর্গন্ধে তাজমহলের সৌন্দর্যও বর্তমানে ম্লান।

এদিকে, আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয়া দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর তিনি যাবেন তাজমহল দেখতে।

দূষিত যমুনার দুর্গন্ধ ট্রাম্পের নাক থেকে আড়াল করতেই এবার ৫০০ কিউসেক পানি ছেড়েছে উত্তরপ্রদেশের সেচ অধিদপ্তর। রাজ্যের সেচ দপ্তরের এক প্রকৌশলী জানান, বুলন্দশহরের গঙ্গানহর থেকে যমুনায় পানি ছাড়া হয়েছে।

এতে দূষিত যমুনার কিছুটা উন্নতি হবে জানিয়ে তিনি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ২০ তারিখের মধ্যে স্বচ্ছ পানি মথুরায় যমুনার সঙ্গে মিশবে। ২১ তারিখ বিকেলের দিকে তা আগ্রায় পৌঁছাবে।

উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পরিষদের কর্মকর্তা অরবিন্দ কুমার বলেন, ৫০০ কিউসেক স্বচ্ছ পানির একটা প্রভাব নিশ্চয় পড়বে।

তিনি বলেন, এর ফলে যমুনার পানি ব্যবহারের উপযুক্ত না হলেও দুর্গন্ধ কিছুটা দূর হবে।

আরও পড়ুন: 

ভারতে আসছেন ট্রাম্প, বস্তি আড়াল করতে উঠছে প্রাচীর

Comments

The Daily Star  | English

G7 expresses support for Israel, calls Iran source of instability

Israel and Iran attacked each other for a fifth straight day on Tuesday

2h ago