করোনাভাইরাস: আবারও বেড়েছে আক্রান্তের সংখ্যা
চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করলেও গতদিনের তুলনায় তা আবারও বেড়েছে।
চীনের সরকারি হিসাব অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯৯ জন। এ নিয়ে চীনে মোট আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ৪৬৫ জনে পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১১৮ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ২ হাজার ২৩৬ জনে পৌঁছেছে।
আজ শুক্রবার সকালে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট ও সিনহুয়া।
করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল হুবেই প্রদেশে গতকাল ১০৮ জনের মৃত্যু ও ৩৪৯ জনের আক্রান্ত হওয়ার তথ্য দেওয়া হয়েছিল। তবে, আজ দেওয়া তথ্য অনুযায়ী, গতদিনের তুলনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় হুবেই প্রদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১১ জন এবং ১১৫ জনের মৃত্যু হয়েছে।
চীনের বাইরেও কয়েকটি দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে, দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা ১৫৬, যার মধ্যে তিন জন সামরিক কর্মকর্তাও রয়েছেন। দেশটিতে মৃত্যু হয়েছে এক জনের।
এ ছাড়া, জাপানে তিন জন, হংকংয়ে দুই জন, ইরানে দুই জন, তাইওয়ানে এক জন, ফিলিপাইনে এক জন ও ফ্রান্সে এক জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, প্রিন্সেস ডায়মন্ড জাহাজে মোট আক্রান্তের সংখ্যা ৬২৬ জনে দাঁড়িয়েছে। যাদের মধ্যে দুই জাপানি নাগরিকের মৃত্যু হয়েছে।
Comments