বান্দরবানে নারীকে হত্যার অভিযোগে আটক ১
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অংম্যা চিং মারমা (৩৫) নামে এক নারীকে হত্যার অভিযোগে আরেক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার খানসামা পাড়া থেকে প্রুম্যা খয় মারমাকে আটক করা হয়।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক ভূঁইয়া বলেন, ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রুম্যা খয় মারমা ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে অংম্যা চিং মারমাকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। চট্টগ্রাম নেওয়ার পথে অংম্যা চিংয়ের মৃত্যু হয়।
Comments