কারখানার রিজার্ভ ট্যাংকে বৃদ্ধার মরদেহ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি ককশিট তৈরির কারখানার পানির রিজার্ভ ট্যাংক থেকে সখিনা বেগম (৬২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে উপজেলার মোল্লারচর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সখিনা বেগমের বাড়ি উপজেলার গোপালদী পৌর এলাকার ভিটি কলাগাছি গ্রামে। তার স্বামীর নাম ইব্রাহিম।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, “সকালে কারখানার শ্রমিকরা পানির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বৃদ্ধার মরদেহ দেখতে পান। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।”
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি আরও বলেন, “সখিনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। ধারণা করা হচ্ছে, রাতে হয়তো তিনি কারখানার পানির ট্যাংকের ওপরে বসে খাচ্ছিলেন। সে সময় তিনি ট্যাংকের ভেতরে পড়ে গিয়ে মারা যান। কারখানার গরম পানি ওই ট্যাংকে জমা হয়। গরম পানিতে তার শরীর ঝলসে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।”
Comments