‘মোদি বলেছেন এক কোটি মানুষ আমাকে স্বাগত জানাবে’

Donald Trump and Narendra Modi
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আসন্ন ভারত সফর উপলক্ষে আহমেদাবাদ শহরে রাস্তার পাশে দেয়ালে ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি আঁকছেন এক শিল্পী। ছবি: রয়টার্স

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো ভারত সফরে আসছেন আগামী ২৪ ফেব্রুয়ারি। তাকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে থাকবেন জনতা। কিন্তু, সেই জনতার সংখ্যা কত— তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।

গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, তাকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত ৭০ লাখ মানুষ রাস্তার দুপাশে দাঁড়াবে।

আজ শুক্রবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে এক নির্বাচনী জনসভায় ট্রাম্প দাবি করেছেন– প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে বলেছেন, আশা করা হচ্ছে গুজরাট রাজ্যের প্রধান শহর আহমেদাবাদে ২২ কিলোমিটার রাস্তার দুই পাশে এক কোটি মানুষ মার্কিন রাষ্ট্রপতিকে স্বাগত জানাবে।

ট্রাম্পের এই নতুন দাবির প্রেক্ষিতে দেখা দিয়েছে বিভ্রান্তি। কেননা, আহমেদাবাদ পৌরসভা বলেছে, শহরের মোট জনসংখ্যা ৭০ থেকে ৮০ লাখ।

তাই, ট্রাম্পের নতুন ‘এক কোটি’ জনতার উপস্থিতি নিয়ে বক্তব্য নতুন করে চিন্তায় ফেলেছে নগর কর্তৃপক্ষকে।

গতকাল আহমেদাবাদ পৌরসভার কমিশনার বিজয় নেহরা জানিয়েছিলেন, মোদি-ট্রাম্পের ২২ কিলোমিটার ‘রোড শো’ তে থাকবেন এক লাখ মানুষ।

আরও পড়ুন:

প্রথমবারের মতো ভারতে আসছেন ট্রাম্প

ভারতে আসছেন ট্রাম্প, বস্তি আড়াল করতে উঠছে প্রাচীর

৭০ লাখ নয়, ট্রাম্পের রোড শো-তে লোক হবে ১ লাখ

ট্রাম্পের ভারত সফর: দূষিত যমুনার দুর্গন্ধ কমাতে ছাড়া হলো স্বচ্ছ পানি

‘মোদিকে পছন্দ করি, কিন্তু ভারতের থেকে ভালো ব্যবহার পাইনি’

ফেসবুকে জনপ্রিয়তায় আমি প্রথম, মোদি দ্বিতীয়: ট্রাম্প

 

Comments

The Daily Star  | English

Türk concerned over changes in Bangladesh's legislation banning activities of parties

"This [the changes in legislation] unduly restricts the freedoms of association, expression, and assembly," says the UN high commissioner for human rights

41m ago