শ্বশুরের হাতে জামাই খুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মোসলেম উদ্দিন (২৩) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরের বিরুদ্ধে। আজ শুক্রবার দুপুরে উপজেলার ভুল্লারহাট এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মোসলেম উদ্দিনের বাড়ি একই উপজেলার উত্তর সদাতি গ্রামে। তার বাবার নাম আনোয়ারুল ইসলাম। স্থানীয়রা জানান, বিয়ের পরে গত এক বছর ধরে তিনি শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন।
নিহত যুবকের মামা শফিকুল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে মোসলেম ও শারমিনের পারিবারিক কলহ চলে আসছিল। সেই জের ধরে মোসলেমকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় আনোয়ারুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মোসলেমের শ্বশুর শরিফুল ইসলামসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।
তালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হেসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পরে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মরদেহ বাড়িতে রেখে শরিফুল ইসলাম, মোসলেমের স্ত্রী শারিমন বেগম এবং পরিবারের অন্য সদস্যরা গা ঢাকা দিয়েছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
Comments