আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশি শনাক্ত

সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
Coronavirus
করোনাভাইরাস থেকে নিজেদের রক্ষায় দুবাই বিমানবন্দরে মাস্ক পরে আছেন যাত্রীরা। ছবি: রয়টার্স

সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ শনিবার আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আমিরাত নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত নতুন দুই জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন বাংলাদেশি, যার বয়স ৩৯ বছর। অপর জন ফিলিপাইনের নাগরিক। তার বয়স ৩৪ বছর।

বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে দেশটিতে করোনাইভাইরাসে আক্রান্ত ১১ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে তিন জন সুস্থ হয়ে গেছেন।

সিঙ্গাপুরেও দুই জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত।

চীন থেকে শুরু হলেও এখন বিশ্বের আরও অন্তত ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। চীনের সরকারি হিসাব অনুযায়ী, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশটিতে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৩৪৫ জন। আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ২৮৮ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের বাইরে অন্যান্য দেশে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৫ জন।

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago