ভয়ঙ্কর ভঙ্গুর পরিস্থিতির দিকে তাকিয়ে আছি: সিপিডি

সিপিডির সংবাদ সম্মেলন। ছবি: স্টার

সরকারের ব্যাংক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সিপিডির বিশেষ ফেলো ও অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের ব্যাংক খাত গুটিকয়েক মানুষ ও প্রতিষ্ঠানের কাছে জিম্মি হয়ে পড়েছে। আমরা আগামী বাজেটে ব্যাংক কমিশনের সুপারিশের প্রতিফলন দেখতে চাই। কমিশন গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সুপারিশের ভিত্তিতে দ্রুত কিছু উদ্যোগ নেওয়া উচিত।

আজ শনিবার সকালে ব্র্যাক সেন্টারে ‘প্রস্তাবিত ব্যাংকিং কমিশন: সিপিডির প্রতিক্রিয়া’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংস্থাটি।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “আমরা নাগরিকরা অসহায় আতঙ্ক নিয়ে একটি ভয়ঙ্কর ভঙ্গুর পরিস্থিতির দিকে তাকিয়ে আছি।”

“এ অবস্থায় সরকার যে ব্যাংক কমিশন গঠনের চিন্তা করছে, এটা খুবই সময়োপযোগী সিদ্ধান্ত”, বলেন তিনি।

উল্লেখ্য, অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল গত বুধবার সচিবালয়ে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেন। এরপর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, “ব্যাংক কমিশন করবো। এ জন্য অনেকের সঙ্গেই কথাবার্তা বলতে হবে। যারা সময় দিতে পারেন, দেশের স্বার্থে কাজ করতে পারেন, তাদের মধ্য থেকেই কেউ এই কমিশনের দায়িত্ব নেবেন।”

Comments

The Daily Star  | English

'We know how to fight through adversity': Women footballers eye world stage

Captain Afeida Khandakar, her voice steady with emotion, said: “This is a moment we will never forget."

2h ago