পটুয়াখালীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইদের মধ্যে মারামারির ঘটনায় মো. হাবিব সিকদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইদের মধ্যে মারামারির ঘটনায় মো. হাবিব সিকদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার সকালে পটুয়াখালীর সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের সেহাকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

আটক দুই জন হলেন, মো. হাসেম সিকদার (৮০) ও তার ছেলে আকবর সিকদার (২৮)। তারা আহত অবস্থায় পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসীম উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্র জানায়, হাবিব সিকদার ও তার চাচাতো ভাই আকবর সিকদারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির গোয়াল ঘরের জায়গা নিয়ে চাচাতো ভাইদের মধ্যে বিবাদ শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলে মারা যান হাবিব সিকদার।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Comments