অধিনায়কত্বের অভিষেকেই আরভিনের সেঞ্চুরি

এক প্রান্তে সাফল্য পেলেও অপর প্রান্তে হতাশ হতে হয়েছে বাংলাদেশের বোলারদের। কারণ এদিন দারুণ এক অধিনায়কোচিত ইনিংস খেলছেন ক্রেইগ আরভিন। টাইগারদের মাথাব্যাথার কারণ হয়ে একাই লড়াই করে চলেছেন তিনি। পৌঁছেছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই করলেন সেঞ্চুরি।
ছবি: ফিরোজ আহমেদ

এক প্রান্তে সাফল্য পেলেও অপর প্রান্তে হতাশ হতে হয়েছে বাংলাদেশের বোলারদের। কারণ এদিন দারুণ এক অধিনায়কোচিত ইনিংস খেলছেন ক্রেইগ আরভিন। টাইগারদের মাথাব্যাথার কারণ হয়ে একাই লড়াই করে চলেছেন তিনি। পৌঁছেছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই করলেন সেঞ্চুরি। তৃতীয় জিম্বাবুইয়ান হিসেবে এ কীর্তি গড়েছেন এ ব্যাটসম্যান।

ডেভিড হাটন ও ব্রান্ডন টেইলরের পর জিম্বাবুয়ের তৃতীয় খেলোয়াড় আরভিন যিনি অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করলেন। এর আগে ১৯৯২ সালে ভারতের বিপক্ষে ১২১ রানের ইনিংস খেলেছিলেন ডেভিড হাটন। ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে এ কীর্তি গড়েছিলেন টেইলর। এ নিয়ে মোট ৩০ জন খেলোয়াড় অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই সেঞ্চুরি পেলেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার শুরু থেকেই দারুণ ব্যাটিং করেছেন আরভিন। দলীয় ৭ রানে ওপেনার কেভিন কাসুজাকে হারানোর পর মাঠে নামেন অধিনায়ক। দিনের শুরুতে বাংলাদেশের পেসারদের তোপ সামলেছেন। প্রথম ঘণ্টায় দারুণ মুভমেন্ট আদায় করেছিলেন টাইগার পেসাররা। পরে সামলেছেন স্পিনারদের ঘূর্ণিও। দ্বিতীয় উইকেটে প্রিন্স মাসাউরের সঙ্গে ১১১ রানের জুটি গড়েছেন তিনি। তাতেই বড় সংগ্রহের ভিত পায় জিম্বাবুয়ে।

টাইগারদের ভোগান্তি বাড়িয়ে এদিন ২১৩তম বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটি স্পর্শ করেছেন আরভিন। সময়ের হিসেবে উইকেট তখন কাটিয়েছেন ৩১৫ মিনিট। ইবাদত হোসেনের বলে ফ্লিক করে ফাইন লেগে ঠেলে তিন অঙ্কে পৌঁছান অধিনায়ক। ১১৭ বলে ফিফটি স্পর্শ করা এ ব্যাটসম্যান শতরানের পথে মেরেছেন ১৩টি চার। তবে ব্যক্তিগত ১০৭ রানে নাঈম হাসানের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন আরভিন।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

19m ago