মেলানিয়া ট্রাম্পকে আমন্ত্রণ জানাননি কেজরিওয়াল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারত সফরে আসছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সফরের দ্বিতীয় দিনে ট্রাম্প যখন মোদির সঙ্গে বৈঠক করবেন, তখন মেলানিয়া দক্ষিণ দিল্লির একটি সরকারি বিদ্যালয় পরিদর্শন করবেন বলে জানিয়েছিল কেন্দ্র।
Arvind-Kejriwal-Melania-Trump-1.jpg
অরবিন্দ কেজরিওয়াল ও মেলানিয়া ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারত সফরে আসছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সফরের দ্বিতীয় দিনে ট্রাম্প যখন মোদির সঙ্গে বৈঠক করবেন, তখন মেলানিয়া দক্ষিণ দিল্লির একটি সরকারি বিদ্যালয় পরিদর্শন করবেন বলে জানিয়েছিল কেন্দ্র।

কিন্তু তৃতীয়বারের মতো দিল্লির ক্ষমতায় আসা আম আদমি পার্টির (এএপি) এক সূত্র জানিয়েছে, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া কেন্দ্রীয় সরকারের এই কর্মসূচি থেকে সরে আসতে চাইছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মেলানিয়া ট্রাম্পকে দিল্লির স্কুল পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাননি অরবিন্দ কেজরিওয়াল।

সম্প্রতি দিল্লির বিধানসভা নির্বাচনের সময় বিজেপি প্রচার করেছিলো যে, কেজরিওয়ালের রাজত্বে সরকারি স্কুলের অবস্থা খুবই খারাপ। অথচ সেই স্কুলেই মার্কিন ফার্স্ট লেডিকে নিয়ে যেতে চাইছে কেন্দ্রীয় সরকার। তাতেই ঘোর আপত্তি জানিয়েছেন কেজরিওয়াল।

উল্লেখ্য, দুই বছর আগে দিল্লির বেশ কিছু বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে ‘হ্যাপিনেস ক্লাস বা আনন্দের সঙ্গে পাঠ’ চালু করেছিলেন মণীশ সিসোদিয়া। এই পাঠক্রমে ছাত্র-ছাত্রীদের নিয়মিত ৪০ মিনিট করে ধ্যান, অন্যান্য ব্যায়াম ও খেলাধুলো করতে হয়।

Comments

The Daily Star  | English

Equity funds from foreign investors dip

Bangladesh received 41 percent lower equity capital from foreign investors in fiscal year (FY) 2022-23 compared to a year ago

4h ago