ড্যারেন স্যামিকে সম্মানসূচক নাগরিকত্ব দিচ্ছে পাকিস্তান

darren sammy
ছবি: টুইটার

পাকিস্তানের মাটিতে শীর্ষ পর্যায়ের ক্রিকেট ফিরিয়ে আনায় ড্যারেন স্যামির ভূমিকা কম নয়। দেশটির ক্রিকেটে ‘অমূল্য অবদান’ রাখায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক পেতে যাচ্ছেন সম্মাননা।

৩৬ বছর বয়সী স্যামিকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করতে যাচ্ছে পাকিস্তান। একইসঙ্গে দেশটির সর্বোচ্চ বেসামরিক পদকও পেতে যাচ্ছেন ক্যারিবিয়ান তারকা।

জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো শনিবার (২২ ফেব্রুয়ারি) জানিয়েছে, পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি সম্মাননা দেবেন স্যামিকে। আগামী ২৩ মার্চ দেশটির সম্মানসূচক নাগরিকত্ব ও সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘নিশান-ই-পাকিস্তান’ প্রদান করা হবে তাকে।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শুরু থেকে খেলে আসছেন স্যামি। পেশোয়ার জালমির হয়ে ২০১৬ সাল থেকে মাঠ মাতাচ্ছেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটির মালিক জাভেদ আফ্রিদি উইন্ডিজ অলরাউন্ডার স্যামিকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়ার সুপারিশ করেছিলেন।

কারণ স্যামি যে কেবল দর্শকদের বিনোদন দিচ্ছেন তা নয়, গভীরভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেটকেও। দেশটির বোর্ড (পিসিবি) যখন প্রথমবারের মতো পিএসএলের ফাইনাল নিজেদের মাটিতে আয়োজন করতে চেয়েছিল, তখন সবার আগে পাকিস্তান সফর করতে রাজি হয়েছিলেন স্যামি।

উল্লেখ্য, প্রথম ক্রিকেটার হিসেবে পাকিস্তানের সম্মানসূচক নাগরিকত্ব পেতে যাচ্ছেন উইন্ডিজের অধিনায়ক হিসেবে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতা স্যামি।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

5h ago