১৬ বছর পর আবার ‘ফ্রেন্ডস’

প্রায় ১৬ বছর পর নতুন পর্ব নিয়ে আসছে জনপ্রিয় আমেরিকান টিভি সিরিজ ‘ফ্রেন্ডস’। শুক্রবার স্ট্রিমিং সার্ভিস এইচবিও ম্যাক্সের জন্য নতুন একটি পর্ব তৈরির কথা জানিয়েছে ওয়ার্নার মিডিয়া। আগামী মে মাসে এইচবিও ম্যাক্সে দেখা যাবে এই বিশেষ পর্ব।

ওয়ার্নার মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়, জনপ্রিয় কমেডি সিরিজ ফ্রেন্ডস এর তারকা জেনিফার অ্যানিস্টন, কর্টনি কক্স , লিসা কুড্রো, ম্যাট লেব্ল্যাংক, ম্যাথিউ পেরি এবং ডেভিড শ্যুমার ফিরে আসছেন নতুন এপিসোডে। আগের মতোই র‍্যাচেল, মনিকা, ফিবি, জোয়ি, চ্যান্ডলার, রস চরিত্রে অভিনয় করবেন তারা।

গত বছরই ফ্রেন্ডস এর পুনর্মিলনীর ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। পাশাপাশি একটি টকশোতেও তিনি জানান যে ফ্রেন্ডস এর নতুন এপিসোডে কাজ করার জন্য ছয় তারকাই ভীষণভাবে আগ্রহী।

অ্যামি অ্যাওয়ার্ড জয়ী টিভি সিরিজ ফ্রেন্ডস এর ১০ সিজনের নির্মাতা বেন উইন্সটন এই বিশেষ পর্বটি পরিচালনা করবেন বলে জানা গেছে।

এ বছরের শুরুতে ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ফ্রেন্ডস এর ছয় তারকা নতুন পর্ব নির্মাণের চুক্তিতে প্রায় দুই দশমিক ২৫ মিলিয়ন থেকে দুই দশমিক ৫০ মিলিয়ন ডলার আয় করবেন।

আগের ১০ সিজনের মতো পুরোনো ওয়ার্নার ব্রোস স্টুডিওতেই নতুন পর্বের শ্যুটিং চলবে বলে জানা গেছে।

Comments

The Daily Star  | English

Ishraque alleges political obstruction in DSCC mayoral appointment

Announces establishment of 'Mayor's Cell' to monitor service delivery in the city

55m ago