বঙ্গোপসাগর থেকে শ্রীলঙ্কার ২৪ জেলে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশ সমুদ্রসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ২৪ শ্রীলঙ্কান জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। এসময় চারটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
আটককৃত জেলেদের গতকাল শুক্রবার রাতে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৮ ফেব্রুয়ারি রাতে টহল দেওয়ার সময় নৌবাহিনীর জাহাজ বিএনএস ওমর ফারুকের সদস্যরা চট্টগ্রাম বন্দরের কাছে চারটি ট্রলার দেখতে পায়। যেগুলোতে শ্রীলঙ্কার জেলে ছিলেন।
পরে নৌবাহিনী সি হর্স, ওয়াসানা-০১, ওয়াসানা-০৩ এবং সানজু পুথা নামে চারটি মাছ ধরার ট্রলার জব্দ করে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া দ্য ডেইলি স্টারকে জানান, ২১ ফেব্রুয়ারি আটককৃতদের থানায় হস্তান্তর করার পর অবৈধভাবে মাছ ধরার অভিযোগে একটি মামলা হয়েছে।
এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।
Comments