‘বাহুবলি’ সেজে ভারতে আসছেন ট্রাম্প?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে সাড়া জাগানো ভারতীয় সিনেমা ‘বাহুবলি’র একটি দৃশ্য ৷ দৃশ্যে এডিট করে সিনেমার নায়ক প্রভাসের মুখে বসানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পের মুখ৷ তাহলে কি বাহুবলি স্টাইলেই ভারতে আসছেন ট্রাম্প?
কয়েক ঘণ্টা পরই ভারতে পৌঁছবেন ট্রাম্প। এ নিয়ে সাজ সাজ রব ভারতে। ট্রাম্পও ভারত সফর নিয়ে বেশ উৎসাহী।
ভিডিওটি নিজের টুইটারে শেয়ার করে ট্রাম্প লিখেছেন, “ভারতে থাকা আমার প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষায় আছি।”
Look so forward to being with my great friends in INDIA! https://t.co/1jdk3AW6fG
— Donald J. Trump (@realDonaldTrump) February 22, 2020
Comments