বিটিআরসিকে ১ হাজার কোটি টাকা দিলো গ্রামীণফোন
সুপ্রিম কোর্টের আদেশ মেনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে ১ হাজার কোটি টাকা পরিশোধ করেছে গ্রামীণফোন।
আজ রোববার দুপুরে গ্রামীণফোনের রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান হোসেইন সাদাত বিটিআরসি চেয়ারম্যান জহিরুল হকের কাছে এক হাজার কোটি টাকার পাওনা পরিশোধ করেন।
গত বছরের ২৪ নভেম্বর গ্রামীণফোনকে দুই হাজার কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। এজন্য প্রতিষ্ঠানটিকে তিন মাস সময় বেধে দিয়েছিলেন আদালত। সেই সময় শেষ হওয়ার আগেই আদালতের কাছে ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন করে গ্রামীণফোন।
গত বৃহস্পতিবার আপিল বিভাগ ২৩ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দেয় গ্রামীণফোনকে।
Comments