মাশরাফির নেতৃত্বে অনেক বদলের ওয়ানডে দলে দুই নতুন মুখ

Bangladesh Cricket Team
ফাইল ছবি: রয়টার্স

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে সবশেষ ওয়ানডে দলের সঙ্গে বাদ পড়া ও ফেরা মিলিয়ে এবারের দলে এসেছে অনেক বদল। রাখা হয়নি সাতজনকে, ডাকাও হয়েছে সাতজনকে। এদের মধ্যে নতুন মুখ দুটি।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আফিফ হোসেন ও নাঈম শেখ। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে আলো ছড়ানোর সুফল পেয়েছেন এই দুই তরুণ।

শ্রীলঙ্কা সফরের দলে থাকাদের মধ্যে এবার নেই সৌম্য সরকার, সাব্বির রহমান, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা। বিয়ের জন্য ছুটিতে থাকায় নেই সৌম্য। আর মোসাদ্দেক আছেন চোটে। বাকিরা পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছেন ওয়ানডে দল থেকে।

চোটের কারণে শেষ মুহুর্তে শ্রীলঙ্কায় যেতে পারেননি মাশরাফি। অনুমিতভাবেই অধিনায়ক হয়ে ফিরেছেন তিনি। লম্বা চোট কাটিয়ে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। সেই সিরিজে বিয়ের কারণে ছুটিতে থাকায় ছিলেন না লিটন দাস, তার ফেরাও প্রত্যাশিত। 

২০১৫ সালের নভেম্বরে শেষ ওয়ানডে খেলা পেসার আল-আমিন হোসেনকে ফেরানো হয়েছে। জায়গা পেয়েছেন ২০১৮ সালে তিনটি ওয়ানডে খেলা বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তও।

আগামী ১, ৩ ও ৬ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

১৫ সদস্যের বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ, আল-আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান।

Comments

The Daily Star  | English
Speaker Shirin Sharmin Chaudhury resigns

How could fugitive ex-Speaker submit biometrics for passport?

The question arises, if the passport employees got a trace of Shirin Sharmin then how come the police did not?

3h ago