ব্যাপক পরিবর্তন নিয়ে ১৫ মার্চ শুরু হচ্ছে ঢাকা লিগ

Abahani Limited
ফাইল ছবি

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ঐতিহ্যবাহী ক্রিকেট আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ১৯৭৪-৭৫ থেকে শুরু হওয়া এ আসরে মাঝে মধ্যেই কিছু পরিবর্তন এসেছে। তবে আসন্ন প্রিমিয়ার লিগে আসছে ব্যাপক পরিবর্তন। নানা ধরণের পরিবর্তন নিয়ে এ আসর শুরু হচ্ছে আগামী ১৫ মার্চ।

ঢাকা লিগের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনটি বিদেশি খেলোয়াড় নিয়ে। শুরুর দিকে কয়েক আসরে বিদেশি খেলোয়াড় না খেললেও কোন বিধিনিষেধ ছিল না। এরপর থেকে সবসময়ই প্রায় প্রতি দলেই খেলেছে বিদেশি খেলোয়াড়রা। কখনো একজন, কখনো দুইজন, আবার কখনো তিনজন। এমনকি চার জনও খেলেছে। কিন্তু এবার কোন বিদেশিই থাকছে না এ লিগে।

এছাড়া গত কয়েক বছর ধরে খেলোয়াড়দের হাতপা বেঁধে দেওয়ার 'প্লেয়ার্স ড্রাফট' নামক অদ্ভুত নিয়মও থাকছে না এবার। সব ক্লাবই উম্মুক্তভাবে খেলোয়াড়দের দলে নিতে পারবে। তবে নব্বই দশকের মাঝামাঝি থেকে সব দলকে সুবিধা দেওয়ার জন্য যে পুল গঠিত হতো তাও থাকছে না। ফলে নির্দিষ্ট কিছু বড় নামের ক্লাব সুবিধা পাচ্ছে নিঃসন্দেহে।

পাশাপাশি গত বছর প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি এবারও থাকছে ছোট পরিসরে। তবে পরিবর্তন রয়েছে কিছু। এবার সুপার লিগে ওঠা দলগুলোকে নিয়ে লিগ শেষ হবে এ টুর্নামেন্ট। ছয় দলের এ আসর হবে লিগ ভিত্তিক। এরপর সরাসরি দুই দলকে নিয়ে ফাইনাল নাকি সেমি-ফাইনাল পদ্ধতিতে খেলবে তা নিশ্চিত করেনি দলটি। তবে সুপার লিগে সুযোগ না দলগুলোর খেলোয়াড়দেরও সুযোগ থাকছে এ লিগে খেলার। ক্লাবগুলো চাইলে সর্বোচ্চ তিনজন খেলোয়াড়কে দলে নিতে পারবে।

পরিবর্তন আছে আরও। এবার ঢাকার বাইরে হচ্ছে হবে লিগের প্রথম তিন রাউন্ড। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট থাকায় খেলা সম্ভব হচ্ছে না। আর বিকেএসপির মাঠ পাওয়া যাচ্ছে না টানা খেলার কারণে। ভালো উইকেট নিশ্চিত করতে কমপক্ষে এক মাসের বিশ্রাম চাই। তা নিশ্চিত করতে আপাততো ঢাকার বাইরে প্রথম তিন রাউন্ড অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কক্সবাজার ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। আর এ কারণে ক্লাবগুলো যাতায়াত খরচ সম্পূর্ণ বহন করবে বিসিবি।

মিরপুরে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা শেষে সিসিডিএম সভাপতি কাজী এনাম আহমেদ বললেন, ''এ বছরের ঢাকা লিগ শুরু হবে ১৫ মার্চ। এর আগে দল বদল হবে মার্চের ৩, ৪ ও ৫ তারিখে। সে সময়ে জাতীয় দলের খেলোয়াড় সিলেটে খেলবে, তাই সেখানেও আমাদের একটা ডেস্ক থাকবে দল বদলের জন্য। গত বছরের মতো এবারও টি-টোয়েন্টি টুর্নামেন্ট হচ্ছে। তবে এবার সুপার লিগের ছয়টি দল নিয়ে হবে সুপার লিগের শেষে। বাদ পড়া নিচের ছয়টা দল থেকে চাইলে সুপার লিগের দলগুলো তিনজন খেলোয়াড় নিতে পারবে।'

'যেহেতু খুব স্বল্প সময়ে আমরা শুরু করছি, এছাড়া আমাদের বিকেএসপি ও মিরপুরের মাঠে না পাওয়ায় এবার প্রথম তিন রাউন্ডের খেলা হবে ঢাকার বাইরে। মিরপুর স্টেডিয়ামে সে সময় আন্তর্জাতিক খেলা রয়েছে। আর গত কয়েকমাস টানা খেলার কারণে বিকেএসপিতে আমরা যে মানের উইকেট চাচ্ছি সেটা নিশ্চিত করতে এক মাসের বিরতির দরকার। তাই আপাততো বিকেএসপিতে খেলা হচ্ছে না। গত দুই বছর প্লেয়ার্স ড্রাফটের সে পদ্ধতি ছিল এটা এবার ডাইরেক্ট সাইনিংকে মেনে নিচ্ছি। এছাড়া সব সময় বিদেশি খেলোয়াড় একজন খেলতে পারতো এটা থাকছে না, এ বছর আমাদের স্থানীয় খেলোয়াড়দের নিয়েই হচ্ছে।' - যোগ করে আরও বলেন কাজী এনাম।

Comments

The Daily Star  | English

Awami League should be punished as a party: Fakhrul

He made the remarks after visiting a BNP man undergoing treatment at National Institute of Neurosciences and Hospital

1h ago