বিজেপিতে যোগ দিলেন বিরাপ্পনের মেয়ে
ভারতীয় জনতা পার্টি-বিজেপিতে যোগ দিলেন এক সময়ে ভারতজুড়ে আলোচিত দস্যু বিরাপ্পনের মেয়ে বিদ্যা রানী।
ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, গতকাল শনিবার তামিলনাড়ুর কৃষ্ণগিরিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিজেপিতে যোগ দেন পেশায় আইনজীবী বিদ্যা।
অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক মুরলিধর রাও এবং সাবেক কেন্দ্রীয়মন্ত্রী পন রাধাকৃষ্ণণও উপস্থিত ছিলেন।
বিদ্যা রানী বলেন, “আমি জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করতে চাই।”
বিদ্যা ছাড়াও এই অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক দলের প্রায় এক হাজার সদস্য বিজেপিতে যোগ দেন।
Comments