গোল উৎসবের ম্যাচে নেইমার দেখলেন লাল কার্ড
পার্ক দে প্রিন্সেসে দেখা মিলল এক রোমাঞ্চকর লড়াইয়ের। দুই দল মিলে করল সাত সাতটি গোল। তবে এবার আর আক্ষেপে পুড়তে হয়নি প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)। নিজেদের দর্শকদের সামনে জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা। তবে পুরোপুরি প্রশান্তি ঢেকুর তুলতে পারেনি দলটি, ম্যাচের যোগ করা সময়ে যে লাল কার্ড দেখেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
রবিবার রাতে ফরাসি লিগ ওয়ানে ঘরের মাঠে বোর্দোর বিপক্ষে ৪-৩ গোল জিতেছে পিএসজি। তাদের হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস। জালের ঠিকানা খুঁজে নেন দুই তারকা স্ট্রাইকার এদিনসন কাভানি আর কিলিয়ান এমবাপেও। বোর্দোর হয়ে গোল তিনটি করেন উই-জো, পাবলো ও রুবেন পার্দো।
সব প্রতিযোগিতা মিলিয়ে দুই ম্যাচ পর জয়ে ফিরেছে টমাস টুখেলের শিষ্যরা। ঘরোয়া লিগে আঁমিয়ার সঙ্গে ৪-৪ ব্যবধানে ড্র করার পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তারা বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরেছিল ২-১ ব্যবধানে।
প্রথমার্ধের যোগ করা সময়ে প্রথম হলুদ কার্ডটি দেখেন নেইমার। ২৮ বছর বয়সী ফরোয়ার্ড রেফারির সঙ্গে তর্কে জড়ানোর মাশুল দেন। আর ম্যাচের শেষ বাঁশি বাজার কিছু আগে দ্বিতীয় হলুদ কার্ডসহ লাল কার্ড পান তিনি। বোর্দোর ইয়াসিন আলিকে স্লাইড ট্যাকলে ফাউল করায় নেইমারকে শাস্তি এই দেন রেফারি।
জমজমাট লড়াইয়ের ১৮তম মিনিটে উই-জো লক্ষ্যভেদ করলে পিছিয়ে পড়ে পিএসজি। সাত মিনিট পরই অবশ্য তাদের সমতায় ফেরান উরুগুয়াইন কাভানি। প্রথমার্ধের যোগ করা সময়ে মার্কিনিয়োসের গোলে লিডও নিয়ে নেয় দলটি। তবে বিরতিতে যাওয়ার ঠিক আগে ম্যাচের স্কোরলাইন ২-২ করেন পাবলো।
দ্বিতীয়ার্ধে ছয় মিনিটের ব্যবধানে দুবার জালের ঠিকানা খুঁজে নেয় স্বাগতিকরা। ৬৩ মিনিটে মার্কিনিয়োস ম্যাচে নিজের দ্বিতীয় গোল করার পর ব্যবধান বাড়ান ফরাসি তরুণ এমবাপে। এরপর ৮৩তম মিনিটে বোর্দোর পার্দো জাল কাঁপালে ম্যাচে আবার নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। তবে পা হড়কায়নি পিএসজি। পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে তারা।
৮৯তম মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা ভিএআরের সাহায্য বাতিল করে দেন রেফারি। তাতে অবশ্য বিপাকে পড়তে হয়নি প্যারিসিয়ানদের।
২৬ ম্যাচে ২১ জয় ও দুই ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। সমান ম্যাচ খেলে দুই নম্বরে থাকা অলিম্পিক মার্সেইয়ের সংগ্রহ ৫২ পয়েন্ট।
Comments