নওগাঁয় ট্রাকের ধাক্কায় নিহত ৩
নওগাঁর মান্দায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালক ও আরও দুই যাত্রী।
আজ সোমবার সকাল ৯টার দিকে মান্দা উপজেলার ফেরিঘাট ব্রিজের কাছে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন জন হলেন, নওগাঁর মান্দা উপজেলার ঘাটকোর গ্রামের রফিকুল ইসলাম (৩৫), একই উপজেলার বিষ্ণপুর গ্রামের জয়নুল হক (৩৬) ও লালমনিরহাট জেলার আশরাফুল ইসলাম (২৯)।
মান্দা থানার এসআই আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেছেন, “সকালে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে স্থানীয় কয়েকজন নওগাঁ শহরে যাচ্ছিল। পথে ফেরিঘাট এলাকায় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।”
তিনি আরও বলেন, “এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও দুইজন আহত হয়েছেন। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করে মান্দা থানায় নিয়ে আসা হয়েছে।”
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, “আহত দুই জন ও নিহত তিন জন একমি ফার্মাসিউটিক্যালের কর্মকর্তা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
Comments