ভারতে ট্রাম্প

Modi and Trump-2.jpg
আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণের পর ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান নরেন্দ্র মোদি। ছবি: নরেন্দ্র মোদির টুইটার থেকে নেওয়া

দুদিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার সকাল ১১টা ৪০ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় উষ্ণ আলিঙ্গণের মাধ্যমে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এরপরই ১২ সদস্যের প্রতিনিধি দলসহ সপরিবারে ট্রাম্প রওনা দেন শবরমতী গান্ধী আশ্রমের উদ্দেশে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে মোদির কনভয়ের সঙ্গে তারা যাত্রা করেন আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ‘সর্দার প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামে’। সেখানে জামকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্বাগত জানানো হবে।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে মোদির সৌজন্যে অনুষ্ঠিত ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের মতোই সর্দার প্যাটেল স্টেডিয়ামে আয়োজিত ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দেবেন ট্রাম্প। পরে স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জারেড কুশনারকে নিয়ে যাবেন আগ্রার তাজমহল পরিদর্শনে।

এর আগে, ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে ট্রাম্প হিন্দিতে টুইট করে লিখেন, “আমরা ভারতে আসতে আগ্রহী। এখন মাঝপথে আছি। কিছুক্ষণের মধ্যেই সকলের সঙ্গে দেখা হবে।”

এর কয়েক ঘণ্টা আগে মোদি তার টুইটবার্তায় বলেন, “ভারত ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে প্রস্তুত। আমেদাবাদের ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাকে স্বাগত জানানো হবে। তিনি আমাদের সঙ্গে থাকবেন, এটা যথেষ্ট সম্মানের বিষয়।”

Comments