হজ পালনে গুণতে হবে বাড়তি টাকা
বিমান ভাড়া ও ভিসা ফি বেড়ে যাওয়ায় বাংলাদেশি হজযাত্রীদের এ বছর হজ পালনে আগের চেয়ে বেশি ব্যয় করতে হবে।
হজের জন্য সরকার আজ সোমবার তিনটি হজ প্যাকেজের খসড়া অনুমোদন করেছে। সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর জন্য খরচ হবে ৪ লাখ ২৫ হাজার টাকা এবং প্যাকেজ-২ এর খরচ ৩ লাখ ৬০ হাজার টাকা। এ খরচ গত বছরের তুলনায় যথাক্রমে ৬ হাজার ৫০০ টাকা ও ১৬ হাজার টাকা বেশি।
সামর্থ্য বিবেচনা করে সরকার এবার প্রথমবারের মতো প্যাকেজ-৩ নামে একটি নতুন ক্যাটাগরি চালু করেছে। নতুন এই প্যাকেজে হজ করতে খরচ হবে ৩ লাখ ১৫ হাজার টাকা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ মন্ত্রীসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।
মন্ত্রীপরিষদ সচিব বলেন, হজে গুরুত্বপূর্ণ জায়গা থেকে আবাসিক ব্যবস্থার দূরত্ব অনুযায়ী প্যাকেজগুলোর খরচ নির্ধারণ করা হয়েছে।
Comments