মালয়েশিয়ার অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী মাহাথির

mahathir mohammad
মাহাথির মোহাম্মদ। ছবি: দ্য স্টার অনলাইন

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কয়েক ঘণ্টা পর দেশটির অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মাহাথির মোহাম্মদ। দেশটির রাজা পদত্যাগপত্র গ্রহণ করে এ নিয়োগ দেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব মো. জুকি আলি।

নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার আগপর্যন্ত মাহাথির দেশের প্রশাসনিক সব দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

আরেকটি বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘটনায় মন্ত্রি পরিষদ বাতিল করা হয়েছে।

আজ সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় রাজার কাছে পদত্যাগপত্র পাঠান মাহাথির মোহাম্মদ। বিকেল ৫টায় জানানো হয় এটি গৃহীত হয়েছে।

মাহাথিরের পদত্যাগের পর তার দল পার্টি প্রিবুমি বেরসাতু (পিপিবিএম) এর ২৬ এমপি ও আনোয়ার ইব্রাহিমের পার্টি কেদিলান রাকইয়াত (পিকেআর) এর ১১ এমপি পদত্যাগের ঘোষণা দিলে ক্ষমতাসীন জোট পাকাতান হারাপান (পিএইচ) পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠতা হারায়।  

এদিকে চার দলীয় জোট পিএইচের ডেমোক্রেটিক অ্যাকশন পার্টি (ডিএপি)র মহাসচিব লিম গুয়ানিং মাহিথির মোহাম্মদকে সমর্থন জানিয়ে বলেছেন, বিরোধী দলের সঙ্গে নতুন কোনো জোট গঠন করতে চাননি মাহাথির। এটি পিএইচ-এর কয়েকজন নেতার ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি।   

Comments

The Daily Star  | English

Polls could be held in mid-February

Chief Adviser Prof Muhammad Yunus has said the next general election could be held in the week before the start of Ramadan in 2026.

2h ago