স্পিনারদের ছোবলে জয় দেখছে বাংলাদেশ
আগের দিন জিম্বাবুয়েকে ব্যাট করতে দিয়েই ২ উইকেট তুলে নিয়েছিলেন নাঈম হাসান। চতুর্থ দিন সকালে নেমে বাংলাদেশ তুলেছে আরও ২ উইকেট। তাইজুল ইসলাম আর নাঈম হাসানের আরও দুই আঘাতে চরম বিপর্যস্ত জিম্বাবুয়ে।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের চতুর্থ দিন সকালেই দেখা গেছে ঘূর্ণি বলের নাচন।
দিনের পঞ্চম ওভারেই আসে সাফল্য। তাইজুলের বলে স্লিপে ক্যাচ দেন কেভিন কাসুজা। ছয় ওভার পর বল পর হাতে পেয়েই আরেক উইকেট নাঈমের। অভিজ্ঞ ব্র্যান্ডন টেইলর নাঈমের বলে ধৈর্যহারা হয়ে স্লগ সুইপ খেলতে গিয়েছিলেন। স্কয়ার লেগে সহজ ক্যাচ জমা পড়ে তাইজুলের হাতে। ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে।
ইনিংস হার এড়াতে লড়ছেন অধিনায়ক ক্রেইগ আরভিন আর সিকান্দার রাজা। কিন্তু উইকেট, পরিস্থিতি আর বাংলাদেশের বোলারদের ছন্দ মাথায় নিলে তাদের জন্য কাজটা ভীষণ কঠিন।
Comments