‘বাকি না দেওয়ায় বৃদ্ধকে হত্যা’
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় হারুন আলী (৭০) নামে এক দোকানিকে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে পুলিশ ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। গতকাল রাতে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাধবপুর থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম জানান, হারুনের বাড়ি উপজেলার মনতলা গ্রামে। তার বাবার নাম তমিজ আলী। ওই গ্রামে হারুনের একটি মুদি দোকান আছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “বাকি না দেওয়ার কারণে সাইকেলের চেইন দিয়ে ওই বৃদ্ধের মাথায় ও পিঠে আঘাত করে স্থানীয় এক তরুণ। এতে তিনি গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই তরুণকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।”
Comments