করোনাভাইরাসে আক্রান্ত ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী

এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি। আজ মঙ্গলবার তার স্বাস্থ্যপরীক্ষায় করোনাভাইরাস পাওয়া যায় বলে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় জানিয়েছেন।
তাকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র।
গতকালই দেশটির করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলন হারিরচি জানিয়েছিলেন, করোনাভাইরাস আতঙ্কে গণ কোয়ারেন্টাইন অপ্রয়োজনীয়।
সম্মেলনের পরপরই স্বাস্থ্য পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে।
ইরানের সরকারি তথ্য অনুযায়ী, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৫ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন প্রায় ১০০ জন।
Comments