পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় ৭ শতাধিক যানবাহন
কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে আটকা পড়েছে সাত শতাধিক যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, “গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে গতকাল রাত ১১টা থেকে ১টা এবং আজ ভোর ৫টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়।”
এতে ফেরিঘাটের দুই পাড়ে সাত শতাধিক যানবাহন আটকা পড়ে। পারের অপেক্ষায় থাকা যানবাহনের বেশিরভাগই পণ্যবাহী ট্রাক বলে জানান জিল্লুর রহমান।
বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা আরও জানান, যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত ছোট গাড়ি, জরুরি পণ্যবাহী ট্রাক ও বাস অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। পরে সিরিয়াল অনুযায়ী সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে।
এই নৌপথে ছোট-বড় মিলিয়ে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে বলেও জানান তিনি।
Comments