করোনাভাইরাসের প্রাদুর্ভাব: ‘দর্শকহীন’ মাঠে খেলবেন রোনালদোরা

ইতালিতে করোনাভাইরাসের প্রকোপ ক্রমেই বাড়ছে। প্রাণঘাতী এই ভাইরাসটি সেখানে মহামারী আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। তাই সতর্কতার অংশ হিসেবে ইতালিয়ান সিরি আ’র পাঁচটি ম্যাচ হবে ‘ক্লোজড ডোর’। যার মধ্যে জুভেন্টাসের সঙ্গে ইন্টার মিলানের ম্যাচটিও আছে। অর্থাৎ ‘দর্শকহীন’ মাঠে খেলতে হবে ক্রিস্তিয়ানো রোনালদোদের।
আগামী ২ মার্চ ঘরের মাঠে ইন্টারের মুখোমুখি হবে সিরি আ’র বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। সম্প্রতি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে ক্লাবটির কর্তৃপক্ষ জানিয়েছে, ইতালির ক্রীড়া মন্ত্রী ভিনসেনজো স্পাদাফোরা আগামী সপ্তাহে পাঁচটি ‘ক্লোজড ডোর’ ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘করোনাভাইরাস আক্রান্ত অঞ্চলের ম্যাচগুলি বন্ধ দরজার ভেতরে (ক্লোজড ডোর) অনুষ্ঠিত হবে।’
জুভ-ইন্টার ছাড়াও উদিনেসে-ফিওরেন্টিনা, পার্মা-স্পাল, সাসুওলো-ব্রেসিয়া ও মিলান-জেনোয়ার মধ্যকার ম্যাচগুলো হবে ‘দর্শকহীন’। তবে লাৎসিও, নাপোলি, লিচে ও ক্যালিয়ারির মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোতে দর্শক থাকায় কোনো বাধা নেই। কিন্তু সাম্পদোরিয়ার মাঠের ম্যাচটি কীভাবে মাঠে গড়াবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
গেল সপ্তাহে করোনাভাইরাস সতর্কতায় সিরি আ’র চারটি ম্যাচ স্থগিত করা হয়েছিল। ভাইরাসটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় আগামীকাল বৃহস্পতিবার রাতে লুডোগোরেটসের বিপক্ষে ইন্টারের ইউরোপা লিগের শেষ বত্রিশের ম্যাচটিও হবে ‘দর্শকহীন’।
উল্লেখ্য, ইতালির উত্তরাঞ্চলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরই মধ্যে সেখানকার ১০টি শহর বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটিতে ২২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন সাতজন।
Comments