রোনালদোকে আটকানোর পরিকল্পনা নেই লিঁওর
অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন ক্রিস্তিয়ানো রোনালদো। জুভেন্টাসের জার্সিতে পর্তুগিজ তারকার সবশেষ তিন মাসের পারফরম্যান্সের দিকে নজর দিলেই এর প্রমাণ মেলে। তবে দুরন্ত ছন্দে থাকা পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ডকে নিয়ে বাড়তি কোনো পরিকল্পনা না আঁটার কথা জানিয়েছেন অলিম্পিক লিঁওর কোচ রুদি গার্সিয়া।
বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে লিঁওর মুখোমুখি হবে জুভেন্টাস। ম্যাচের আগে ফরাসি ক্লাবটির কোচ বলেছেন, রোনালদো বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় বটে, তবে জুভ শিবিরে পাওলো দিবালা, গঞ্জালো হিগুয়াইনের মতো তারকাও আছেন। তাই কেবল একজন খেলোয়াড়কে নিয়ে নয়, প্রতিপক্ষের সবাইকে নিয়েই সতর্ক থাকছেন তারা।
‘আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না কিন্তু তিনি (রোনালদো) অসাধারণ একজন খেলোয়াড়। (অনুশীলন) সেশনের আগে ও পরে তিনি বাকিদের চেয়ে বেশি পরিশ্রম করেন। তার মতো খেলোয়াড় থাকা এই খেলাটির (ফুটবলের) জন্য দারুণ ব্যাপার। তিনি বিশ্বের সেরাদের একজন এবং তার মুখোমুখি হতে যাওয়াটা চমৎকার।’
‘রোনালদোকে আটকানোর কোনো পরিকল্পনা নেই। তাদের সবাইকেই মোকাবিলা করতে হবে আমাদের। যদি আমাদের রোনালদোকে আটকানোর পরিকল্পনা করতে হয়, তাহলে দিবালা কিংবা হিগুয়াইনকে আটকানোর পরিকল্পনাও করতে হবে। তাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছেন যারা ব্যক্তিগতভাবে সমস্যার সমাধান করতে পারেন। তাই আমাদের দলগতভাবে তাদের রুখতে হবে।’
বরাবরের মতো চলতি মৌসুমেও গোলের ফোয়ারা ছুটিয়ে চলেছেন ৩৫ বছর বয়সী রোনালদো। তবে সাম্প্রতিক মাসগুলোতে তার পারফরম্যান্স আরও নজরকাড়া। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ নয় ম্যাচেই গোলের দেখা পেয়েছেন তিনি। আর ইতালিয়ান সিরি আ’তে টানা ১১ ম্যাচে গোল করে গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও ফাবিও কুয়াইয়ারেল্লারর রেকর্ডও স্পর্শ করেছেন তিনি।
Comments