দিল্লি সংঘর্ষ: ভ্রাতৃত্বের আহ্বান মোদির

Narendra Modi
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রয়টার্স ফাইল ফটো

দিল্লিতে চলমান সহিংস পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিবাসিকে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। আজ বুধবার দুপুরে এক টুইটে তিনি এ আহ্বান জানান।

টুইটে তিনি লিখেছেন, শান্তি ও সম্প্রীতি আমাদের সংস্কৃতির মূল কথা। দিল্লির ভাইবোনদের কাছে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আবেদন করছি। আমাদের সবার উচিত যত দ্রুত সম্ভব এখানে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা।

আরেক টুইটে নরেন্দ্র মোদি লিখেছেন, “দিল্লির বর্তমান পরিস্থিতি নিয়ে একটি বিস্তারিত আলোচনা হয়েছে। পুলিশ এবং অন্যান্য আইনরক্ষা বাহিনী স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কাজ করছে।”

সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে চলমান সংঘর্ষে এরইমধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে। সংঘর্ষে নিহতের মধ্যে পুলিশ সদস্যও আছেন। আহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যাওয়ার তথ্য জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত ২৪ ঘণ্টায় দফায় দফায় বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় পুলিশ সার্ভিসের (আইপিএস) কর্মকর্তা এস এন শ্রীবাস্তব। গতকাল তাকে বিশেষ পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

39m ago