পাঁচ ধাপ এগোলেন মুশফিক-মুমিনুল, নাঈমের বিশাল লাফ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যক্তিগত নৈপুণ্যে ভাস্বর ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাটে-বলে আলো ছড়ানোর সুফলও তারা পেয়েছেন হাতেনাতে। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ করে এগিয়েছেন তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও অধিনায়ক মুমিনুল হক। বিশাল লাফ দিয়ে ২৯ ধাপ উপরে উঠে এসেছেন অফ স্পিনার নাঈম হাসান।
ছবি: ফিরোজ আহমেদ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যক্তিগত নৈপুণ্যে ভাস্বর ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাটে-বলে আলো ছড়ানোর সুফলও তারা পেয়েছেন হাতেনাতে। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ করে এগিয়েছেন তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও অধিনায়ক মুমিনুল হক। বিশাল লাফ দিয়ে ২৯ ধাপ উপরে উঠে এসেছেন অফ স্পিনার নাঈম হাসান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সবশেষ প্রকাশিত আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে মুশফিক আছেন ২০তম স্থানে। আগের দিন মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ১০৬ রানে জেতা ম্যাচে অপরাজিত ২০৩ রান করেন তিনি, যা তার ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি। একই ম্যাচে ১৩২ রানের ইনিংস খেলে মুমিনুল স্পর্শ করেন টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। তামিম ইকবালের মতো তারও সাদা পোশাকে সেঞ্চুরি এখন নয়টি। এমন কীর্তির পর তিনি দখল করেছেন ৩৯তম স্থান।

শের-ই-বাংলা স্টেডিয়ামে তরুণ নাঈম ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো স্বাদ নেন ৫ উইকেটের। দুই ইনিংস মিলিয়ে তার শিকার মোট ৯ উইকেট। এতে এক লাফে বোলারদের র‍্যাঙ্কিংয়ের ৩৮তম স্থানে উঠে এসেছেন তিনি। উন্নতি হয়েছে আবু জায়েদ রাহিরও। এই ডানহাতি পেসার জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার সুবাদে এগিয়েছেন ১১ ধাপ। তিনি আছেন ৪৬ নম্বরে।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি নেমে গেছেন দুইয়ে। সম্প্রতি পাদপ্রদীপের আলোয় আসা অজি ব্যাটসম্যান মারনাশ লাবুশেনকে নিচে ঠেলে দিয়ে তৃতীয় স্থান দখল করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান যথারীতি আছে অজি পেসার প্যাট কামিন্সের দখলে। কিউই গতি তারকা নেইল ওয়াগনার ভারতের বিপক্ষে সবশেষ ওয়েলিংটন টেস্টে না খেললেও দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। উন্নতি হয়েছে তার দুই স্বদেশী পেসার টিম সাউদি ও ট্রেন্ট বোল্টেরও। সাউদি আট ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে এবং বোল্ট চার ধাপ এগিয়ে যৌথভাবে ১৩তম স্থানে উঠে এসেছেন।

Comments

The Daily Star  | English

Hathurusingha suspended as Bangladesh coach

Chandika Hathurusingha has been suspended as the head coach of the Bangladesh cricket team, the president of the Bangladesh Cricket Board (BCB) Faruque Ahmed announced in Mirpur today.

2h ago