চিড়িখানায় হাতির পিঠে চড়া নিষেধ
রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িখানায় বন্ধ ঘোষণা করা হয়েছে হাতির পিঠে চড়া। প্রাণি অধিকার আন্দোলনকারীদের দীর্ঘদিনের দাবির প্রক্ষাপটে গত মাস থেকে এটি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম।
তিনি বলেন, ‘আমরা মনে করি, এ ধরনের কার্যকলাপ প্রাণিদের জন্য ভালো নয়। হাতির পিঠে চড়ে ঘুরে বেড়ানো এদের প্রতি নির্যাতন ও নিষ্ঠুর আচরণ।’
এর আগে প্রতিদিন ১ হাজারেরও বেশি দর্শনার্থী হাতির পিঠে চড়তেন বলে জানান তিনি।
তিনি বলেন, ‘হাতির পিঠে চড়া বন্ধ হওয়ায় মাহুতরা কিছুটা অখুশি কিন্তু এটা তো নিশ্চিত যে এই প্রাণিগুলো ভীষণ কষ্ট পাচ্ছিল।’
চিড়িয়াখানা কর্তৃপক্ষের এমন পদক্ষেপের প্রশংসা করেছেন বাংলাদেশ প্রাণী কল্যাণ ফাউন্ডেশনের কর্মকর্তা রুবাইয়া আহমদ।
বাংলাদেশের সবচেয়ে বড় এই চিড়িয়াখানায় ১৩৭ প্রজাতির ২৫০০ এরও বেশি প্রাণি রয়েছে।
Comments