চাঁদাবাজির ঘটনায় রাজশাহীতে দুই ছাত্রলীগ নেতা কারাগারে

রাজশাহীতে কোচিং সেন্টারে ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় ছাত্রলীগের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
কোচিং সেন্টারের পরিচালকের করা মামলায় আজ বুধবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ দুজনকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
গ্রেপ্তারকৃত দুজন হলেন—রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল হাসান নাইম এবং রাজশাহী সিটি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ ওরফে ডিজে আসাদ।
রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, আজ শহরের পৃথক দুটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, গত রোববার কোচিংয়ের পরিচালক রায়হান চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে একটি সাধারণ ডায়েরি করেন। পরে মঙ্গলবার তিনি নাইমুল, আসাদ, মারুফ ও অজ্ঞাত তিন জনকে আসামি করে মামলা করেন।
কোচিংয়ের পরিচালক বলেন, ‘গত বৃহস্পতিবার আসাদ ও মারুফ এসে তিন হাজার টাকা নেয়। এরপর, রোববার তারা আবার টাকা দাবি করলে, দিতে অস্বীকার করি। পরে আমার অনুপস্থিতিতে কোচিংয়ে এসে নাইমের নেতৃত্বে ভাঙচুর করা হয়।’
Comments