ঢাকার দুই মেয়র শপথ নিচ্ছেন বৃহস্পতিবার

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের নব-নির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলররা বৃহস্পতিবার শপথ নেবেন।
Atiq-and-Tapash.jpg
আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের নব-নির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলররা বৃহস্পতিবার শপথ নেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সকাল সাড়ে ১০টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর মেয়র আতিকুল ইসলাম শপথ নেবেন। এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান আজ বুধবার এ কথা জানান।

তিনি জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম দুই সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন।

গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসি ও ডিএনসিসি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম পাঁচ বছরের জন্য মেয়র নির্বাচিত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Rab will never again get involved in enforced disappearances, killings: DG

Rab will never get involved in incidents such as enforced disappearances and killings anymore, the force’s Director General AKM Shahidur Rahman said today

1h ago