পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত ভারতের

রবি শস্যের বাম্পার ফলন হওয়ায় পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। স্থানীয় বাজারে পেঁয়াজের দাম পড়ে যেতে পারে এমন আশঙ্কায় কৃষকদের ক্ষতির মুখ থেকে বাঁচাতে ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার দেশটির অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সিদ্ধান্ত নেন।
খাদ্যমন্ত্রী রাম বিলাস টুইট বার্তায় জানান, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে ৪০ লাখ মেট্রিক টনের বেশি ফসল উৎপাদিত হয়েছে।
গত বছরের সেপ্টেম্বর মাসে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেয় ভারত। চাহিদার তুলনায় জোগান কমে যাওয়ায় হঠাৎ করে দেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বেড়ে যায়। ভারতের এমন সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Comments