বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়েরে ৪ সপ্তাহ সময় হাইকোর্টের
দিল্লির সহিংসতায় বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার মামলায় ভারত সরকারকে ৪ সপ্তাহ সময় দিয়েছে দিল্লি হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার এই সময় নির্ধারণ করে দেন দিল্লির আদালত।
এদিন আদালতের কাছে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বাড়তি সময়ের আবেদন করে সরকার।
আবেদনের শুনানিতে জেনারেল তুষার মেহতা বলেন, এখন এফআইআর দায়েরের সময় নয়। যথা সময়ে এফআইআর দায়ের করা হবে। এজন্য আদালতে অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেন তিনি।
দিল্লির সহিংসতায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৫ জনে পৌঁছেছে।
আজ বৃহস্পতিবার দিল্লির শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন সোনিয়া গান্ধী, মনমোহন সিং।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী বলেন, ‘‘আমরা রাষ্ট্রপতিকে স্বারকলিপি দিয়েছি। কেন্দ্র ও দিল্লি সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। রাষ্ট্রপতি আমাদের দাবি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন।’’
সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘‘এ ঘটনা আমাদের জন্য জাতীয় লজ্জা। গত ৪ দিন ধরে দিল্লিতে যা হচ্ছে তা আমরা রাষ্ট্রপতিকে জানিয়েছি। বিষটি খুবই উদ্বেগজনক। এ ঘটনায় কেন্দ্র সরকারের ব্যর্থতার ছবি ফুটে উঠেছে।’’
দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধরের বদলির সিদ্ধান্ত ‘‘দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। এছাড়াও, রাহুল গান্ধী টুইট করেছেন, ‘‘আজ আমার সাহসী বিচারপতি লোয়ার কথা মনে পড়ছে…।’’
বিচারপতির বদলি নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘সরকার চাইছে বিচারব্যবস্থার মুখ বন্ধ করতে।’’
তবে, কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ বলেছেন, ‘‘বদলি নিয়ম মেনেই হয়েছে।’’
Comments