ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

gun fight
প্রতীকী ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ফেনীর সোনাগাজী উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তবে তাদের পরিচয় জানা যায়নি।

আজ শুক্রবার মধ্য রাতে উপজেলার উত্তর মঙ্গলকান্দি গ্রামে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক মো. সাইফুদ্দিন।

পুলিশ জানায়, গত রাতে থানায় তথ্য আসে— মঙ্গলকান্দি গ্রামে গুলির শব্দ শোনা যাচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে সোনাগাজী মডেল থানা পুলিশ ওই এলাকায় যায়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. ইসমাঈল হোসেন বলেন, রাতে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে হাসপাতালে নিয়ে আসে। তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন আহমেদ বলেন, দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে দুজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও আটটি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় আলাদা দুটি মামলা করবে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago