এক্সকাভেটরের আঘাতে শিশু নিহত
ঠাকুরগাঁও সদর উপজেলার সবদল হাট গ্রামে এক্সকাভেটরের (খননযন্ত্র) আঘাতে সুমাইয়া আক্তার শিমু (১১) নামে এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে পাথরাজ নদীর খনন চলাকালে এই দুর্ঘটনা ঘটে।
শিমু ওই গ্রামের আবু হানিফের মেয়ে। সে সবদল হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়তো। বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর-এ-আলম মুক্তি মোবাইল ফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, শিমু ও তার ছোট বোন এক্সকাভেটরের পাশেই খেলছিল। সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে এক্সকাভেটরের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Comments