দিল্লিতে নতুন পুলিশ কমিশনার

এসএন শ্রীবাস্তব। ছবি: সংগৃহীত

দিল্লিতে সহিংসতায় পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার মধ্যে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন এসএন শ্রীবাস্তব। তিনি দিল্লি পুলিশের বর্তমান কমিশনার অমূল্য পাটনায়েকের স্থলাভিষিক্ত হবেন।

আজ শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

কিছুদিন আগেই শ্রীবাস্তবকে দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (আইন ও আদেশ) হিসেবে নিয়োগ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, জানুয়ারিতে দিল্লি পুলিশের কমিশনার অমূল্য পাটনায়েক অবসরে যাওয়ার কথা ছিল। পরে, তার চাকরির মেয়াদ এক মাস বাড়ানো হয়। আগামীকাল অমূল্য অবসরে যাবেন এবং শ্রীবাস্তব দিল্লির নতুন কমিশনার হিসেবে যোগ দেবেন।

বিগত কয়েকদিন ধরে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে উত্তর-পূর্ব দিল্লিতে চলা সহিংসতায় পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন।

এ ছাড়া, কিছুদিন আগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে শাহিনবাগে সিএএ-বিরোধী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা হয়।

বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে জাফরাবাদে প্রায় এক হাজার নারী গত ২২ ফেব্রুয়ারি রাত থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলেন। ২৩ ফেব্রুয়ারি বিকাল থেকে সেখানে সংঘর্ষের সূত্রপাত হয়। যা ছড়িয়ে পরে দিল্লির বিভিন্ন এলাকায়।

সহিংসতায় ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়েছে উত্তর-পূর্ব দিল্লির বহু ঘরবাড়ি, দোকান ও ধর্মীয়স্থান। ফলে সেখানকার মানুষের গোছানো, স্বাভাবিক জীবন তছনছ হয়ে গেছে। স্বজন হারিয়ে আহাজারি করছে নিহতদের পরিবার। এ ছাড়া, অনেকে নিখোঁজও রয়েছেন।

আরও পড়ুন:

ক্ষত-বিক্ষত উত্তর-পূর্ব দিল্লি, স্বজনের আহাজারি

Comments