করোনাভাইরাস: ইরানের বিভিন্নস্থানে জুমার নামাজ বাতিল
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ইরানের তেহরান ও শিয়া মুসলিমদের পবিত্র শহর কোম ও মাশহাদসহ দেশটির অন্তত ২৩টি প্রদেশের রাজধানী শহরগুলোতে আজ জুমার নামাজ বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে।
কোম ও মাশহাদে ধর্মীয়স্থানগুলোয় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করেছে দেশটির সরকার।
গতকাল বৃহস্পতিবার ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ধর্মীয় গুরুত্বপূর্ণস্থানগুলোতে দর্শনার্থীদের ‘উপাসনা ও প্রস্থান’ নীতিতে চলা উচিত। তিনি আরও বলেন, ‘ধর্মীয়স্থানগুলোর ভেতরে জড়ো হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।’
গতকাল পর্যন্ত ইরানে ২৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে ২৬ জন মারা গেছেন।
অল্প সময়ের মধ্যে সে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া সত্ত্বেও ইরানের কোনো শহর বা জেলাকে পৃথক করে বা ‘অবরুদ্ধ’ করে রাখার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানি।
তবে, সরকার আরও এক সপ্তাহ বিশ্ববিদ্যালয়, সিনেমা হল বন্ধ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও সম্মেলন সাময়িকভাবে স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে।
আজ ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরান সরকার সে দেশে চীনা নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাহান এয়ারের উড়োজাহাজে ‘প্রায় ২০ হাজার করোনাভাইরাস টেস্ট কিট ও অন্যান্য পণ্য’ চীন থেকে ইরানে পৌঁছাবে।
আরও পড়ুন:
Comments