আশুলিয়ায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে আটক
সাভারের আশুলিয়ায় জয়নাল আবেদীন (৫০) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার ছেলে লিমন ও স্ত্রী লাইলী বেগমকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে আশুলিয়ার দোসাইদ এলাকায় জয়নাল আবেদীনের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক সামিউল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জয়নাল আবেদীন নামে ওই ব্যক্তিকে শাবল দিয়ে জখম করে হত্যা করা হয়েছে। তবে কী কারণে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
Comments