নিউজিল্যান্ডকে একশর নিচে আটকে দিয়েও পারল না বাংলাদেশ
বাংলাদেশের স্পিনারদের মোকাবিলা করা নিয়ে খেলার আগে থেকেই চিন্তায় ছিল নিউজিল্যান্ড। ম্যাচেও পাওয়া গেল তার প্রমাণ। বাংলাদেশের মেয়েদের স্পিনে খাবি খেয়ে একশ রানের নিচেই অলআউট হয়ে গেল নিউজিল্যান্ড। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় রান তাড়ার সহজ সমীকরণ মেলাতে পারল না সালমা খাতুনের দল।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) মেলবোর্নে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ নারী দল। জংশন ওভালে টস জিতে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার পর বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ৭৪ রানে। ১৭ রানে হেরে বিশ্বকাপে পরের পর্বে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে লাল-সবুজ জার্সিধারীদের।
ম্যাচের প্রথম ভাগে দারুণ উজ্জীবিত ছিল বাংলাদেশ। বোলিং, ফিল্ডিং ও ক্যাচিংয়ের সঙ্গে মেয়েদের শরীরী ভাষাও ছিল দুর্দান্ত। কিন্তু নিউজিল্যান্ডকে অল্প রানে বেঁধে ফেলার পর তারা নিজেরাও করতে পারেনি স্বাভাবিক ব্যাটিং। নিয়মিত উইকেট হারানোয় আর মিডল অর্ডার হুড়মুড় করে ভেঙে পড়ায় হাতছাড়া হয় জয়ের সুবর্ণ সুযোগ।
একই মাঠে আগামী সোমবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ১৮.২ ওভারে ৯১ (ডিভাইন ১২, প্রিস্ট ২৫, বেটস ১৫, গ্রিন ১১, জেনসেন ২, মার্টিন ৬, কের ৫, পিটারসন ৫, ক্যাসপেরেক ২, তাহুহু ৩, মাইর ২*; পান্না ০/১৬, ফাহিমা ০/১৬, সালমা ৩/৭, জাহানারা ০/১৬, রিতু ৪/১৮, রুমানা ২/১৭)
বাংলাদেশ: ১৯.৫ ওভারে ৭৪ (মুর্শিদা ১১, আয়েশা ১, রিতু ১০, নিগার ২১, ফারজানা ০, রুমানা ২, ফাহিমা ৬, সোবহানা ৭, জাহানারা ০, সালমা ৪, পান্না ৬*; ক্যাসপেরেক ৩/১৭, তাহুহু ০/৫, কের ১/১০, জেনসেন ৩/১১, ডিভাইন ১/১৪, পিটারসন ০/১০)।
ফল: ১৭ রানে জয়ী নিউজিল্যান্ড।
Comments