পরচুলা কারখানায় হঠাৎ অচেতন ৩৩ নারী শ্রমিক
নীলফামারীর একটি পরচুলা কারখানায় কাজ করার সময় ৩৩ জন নারী শ্রমিক হঠাৎ অচেতন হয়ে পড়ার ঘটনা ঘটেছে। অসুস্থ শ্রমিকদের নীলফামারীর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নীলফামারী পৌরসভার টুপির মোড়ের গোল্ড টাইমিং মেন্যুফ্যাকচার (বিডি) লিমিটেড নামের একটি কারখানায় এই ঘটনা ঘটে। এটি চীনা প্রতিষ্ঠান এভারগ্রিন লিমিটেড মালিকানাধীন একটি পরচুলা কারখানা।
কারখানায় কাজ করার সময় সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কারখানার শ্রমিক আয়েশা সিদ্দিকা(২০)। অসুস্থ-বোধ করার কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে যান। সারাদিন ধরে কিছুক্ষণ পর পরই কারখানায় মোট ৩৩ জন শ্রমিক শুরুতে অসুস্থ, পরে অজ্ঞান হয়ে পড়েন বলে জানা গেছে।
আয়েশা বলেন, ‘শুরুতে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল। একসময় সারা শরীরে ব্যথা শুরু হয়। বমি বমি লাগছিল। পরে শ্বাসকষ্টের সমস্যাও দেখা যায়। এর পর কী ঘটেছে জানি না।’
এই ঘটনার কারণ হিসেবে কারখানায় রাসায়নিক পদার্থ থেকে ছড়ানো দুর্গন্ধকে দায়ী করেছেন কয়েকজন শ্রমিক। তবে এ ব্যাপারে কথা বলার জন্য কারখানার দায়িত্বশীল কোনো কর্মকর্তার খোঁজ পাওয়া যায়নি। সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মন বলেন, ‘খুব সম্ভবত কারখানার শ্রমিকরা মনোরোগে ভুগছেন।’
হাসপাতালের সিনিয়র নার্স আফরোজা খাতুন বলেন, ‘ভর্তি হওয়া শ্রমিকরা মাথা ব্যথা, বমি বমি ভাব এবং শ্বাসকষ্টের কথা জানিয়েছেন।’
জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আবদুর রহিম জানান, ‘স্যালাইন এবং অন্যান্য চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।’
Comments