আইনি প্রক্রিয়ায় জামিন না হওয়ায় ‘আন্দোলনেই’ খালেদা জিয়ার মুক্তি: মির্জা ফখরুল

আইনি প্রক্রিয়ায় জামিন না হওয়ায় ‘আন্দোলনেই’ খালেদা জিয়ার মুক্তির পথ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Mirza Fakhrul Islam Alamgir
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ছবি

আইনি প্রক্রিয়ায় জামিন না হওয়ায় ‘আন্দোলনেই’ খালেদা জিয়ার মুক্তির পথ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সকালে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব আবদুর রহিমের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।

ফখরুল সাংবাদিকদের বলেন, ‘এই ভয়াবহ ফ্যাসিস্ট সরকার সমস্ত মানবিক মূল্যবোধগুলোকে ধ্বংস করে দিয়েছে। তারা শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে। তাদের রাজনৈতিক উদ্দেশ্যই তারা খালেদা জিয়াকে তার প্রাপ্য জামিন তাকে দিচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘আমরা জনগণের কাছে যাচ্ছি। তাদেরকে ঐক্যবদ্ধ করার কাজ করছি। আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই গণতন্ত্রের নেতা মুক্ত হবেন।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করেছি, করছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মনে করি যে, তিনি শুধু বিএনপির নেতা নয়, তিনি সমগ্র দেশের মানুষের গণতন্ত্রের মুক্তির নেতা। সেই কারণেই তার অসুস্থতা আমাদের সকলকেই এখন অত্যন্ত উদ্বিগ্ন করেছে এবং আমরা সেটা চেষ্টা করছি।’

‘বিগত দুই বছর ধরে তাকে একদিকে আইনগতভাবে অন্যদিকে রাজনৈতিকভাবে মুক্ত করবার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার তাকে অন্যায়ভাবে অবৈধভাবে আটকে রেখেছে।’

বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিদ্যুতের দাম সামান্য বাড়ানো হয়েছে’। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা তো জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছেন। জনগণের দুঃখ-দুর্দশা এখন তাদের কাছে প্রশ্নই নয়। সমস্যাটা হচ্ছে যে, এই আওয়ামী লীগ যেহেতু জনগণের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেহেতু জনগণের যে ব্যথা-বেদনা, দুঃখ-কষ্ট এগুলো তারা বুঝতে পারে না। আমরা বহুবার বলেছি, এই দলটি এখন আর ব্যাংকক্রাফট হয়ে গেছে যারা মানুষের মনের কষ্টটাও বুঝতে পারে না।’

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি কেন্দ্রীয়ভাবে আগামীকাল সোমবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় এবং সারাদেশে জেলা সদরে মানববন্ধন করবে বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

8h ago