জলাতঙ্কে আক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে ৩ জনকে জরিমানা

Lalmonirhat_Mobile_Court
জলাতঙ্কে আক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে রোববার বিকালে লালমনিরহাটের ভাটিবাড়ি বাজারে তিন জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: স্টার
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ি বাজারে জলাতঙ্ক রোগে আক্রান্ত গরু জবাই ও মাংস বিক্রির অপরাধে তিন জনকে জারিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জি আর সারওয়ার এ আদেশ দেন। পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি সে সময় উপস্থিত ছিলেন।
 
গরুর মালিক আব্দুল লতিফকে ২০ হাজার টাকা এবং কসাই আইয়ুব আলী ও জিয়া ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের বাড়ি ওই ইউনিয়ন পরিষদ এলাকার আনন্দ বাজার গ্রামে। সেইসঙ্গে মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়।
 
জি আর সারওয়ার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জলাতঙ্ক রোগে আক্রান্ত গরুটি গোপনে অল্প দামে কিনেছিলেন দুই কসাই। এরপর তারা ভাটিবাড়ি বাজারে মাংস বিক্রি শুরু করেন। গ্রামবাসী বিষয়টি বুঝতে পেরে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতকে খবর দেন। প্রায় দেড় মণ মাংসের মধ্যে কিছুটা তারা বিক্রি করেছিলেন। বাকি মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ করায় তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের আমরা সতর্ক করেছি।’

Comments

The Daily Star  | English

Iran Guards say hit Israel's spy agency in Tel Aviv

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

7h ago